[মাকে স্মরণ করে লেখা]
হাসনাইন হীরা
ফোটে আছে ফুল—বেভুল রক্তের মাচায়
অনেকটা সহজ-সরল;
ইস্কুল ভেবে—
উঁকি দিলেই নিজের মুখ দেখা যায়।
চারপাশে হাত-পা ছড়ানো রাত
চারপাশে কুলহারানো ক্রিয়াপদ ছলছল করে;
ধানবাতাস চুমু খায় ভোরের ব্যঞ্জনা…
এই দিগন্ত রেখা
অন্য কারো—চোখ না আয়না
বোঝা যায় না, বোঝানো যায় না…
হাতফস্কে পড়ে যায় প্রতিজ্ঞাবদ্ধ রাইফেল।
আহত এই ভূমি থেকে
জন্ম নেয় আরো একটি গাছ
এই গাছটাকেও প্রতিদিন কবিতা করে তুলি,
সংসারে—শাদা নীলিমায়
ছাপা হয়ে যায় সরল ভাষায়
প্রতিদিন পড়ি, তবু কিছু বুঝতে পারি না…।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন