বিচ্ছেদ
মামুন রশীদ
স্থানে-অস্থানে ঘুরে
আজ অবসর চাও?
মুখস্থ স্মৃতি খোদাই করতে করতে বোঝা যায়
সবই অস্থাবর, তবু তাকেই স্থাবর, দুষ্প্রাপ্য
ভেবে আগলে আছো জগদ্দল পাথর।
ফুলগুলো অপেক্ষায় থাকতে থাকতে
উতলা হয়। হারিয়ে ফেলে রঙিন পালক।
হাতের মুঠোয় জমা মেঘ সে তো
আমারই পাবার কথা। অথচ অনিশ্চিত বাতাস
ভিসাহীন উন্মাদের হাসি, উড়িয়ে নিয়ে যায়
সকল আকুলতা। ছাতিমের গন্ধ অপঠিত শাড়ীর
বেষ্টনিতে, শ্বাস আটকে থরো থরো কাঁপে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন