হেনরী স্বপনের দুটি কবিতা
সারারাত একা
হৃদপিণ্ড খুলে দেই,
প্রার্থনার রুটি ভেঙ্গে অসভ্য পাদ্রিরা খাবে,
শীতের পোষাক গায়ে দিয়ে;
ক্রিকেট খেলার মাঠে তুমুল উত্তেজনা,
খনিজ সন্ধানে জেগে ওঠে
গভীর ঘুমে অনুর্বর আলুক্ষেতের বিছানায়
স্থুল শরীর জড়িয়ে ধরে–
কুয়াশায় ক্লান্ত সরারাত একা…
সর্বাঙ্গের ঘঙুর বাজে-
জিয়নকাঠির ঢাকে।
মাছের গায়ের গন্ধ
এই লেখা গাঙচিল ডানায় পালক রঙমেখে
ওড়াউড়ি করে ফড়িংরোদ–
সাঁতারু মেয়ের মতো ড্রেস পরাবিকিরণ
জোয়ারে…ঢেউ যেনো বাদাম ক্ষেতের হাওয়া
ধুয়ে ফেলে সঙ্গম শেষে
মাছের গায়ের গন্ধ,
ছড়ানো কমলার ছোলা,
চাঁদনীর আলো ঝরে খেজুর রসের ফোঁটা ফোঁটা
আয়োডিনে যন্ত্রনা কাতরাচ্ছ;
বিষাদের চারপাশে যুদেয়ার মুখ।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন