কবির ভাস্কর্য
ফারুক সুমন
কে তুমি ভাঙন পথের যাত্রী?
সন্তপ্ত মুখের রেখায়
তুলে নিয়েছ ধুসর পাণ্ডুলিপি
রোদ ঝলসানো ঢিবির গায়ে
সেঁটে রেখেছ শেওলা-শ্লোক।
যেন প্রত্যাখ্যাত কবির ভাস্কর্য
সহস্র বছরের অঙ্গীকার নিয়ে
দাঁড়িয়ে আছ এই অবনি পরে
কেউ আসবে, তাকিয়ে হাসবে
তবুও দাঁড়িয়ে রবে সময়ের নবি।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন