poem-antarjaler-raat

আন্তর্জালের রাত
জুয়েল মাজহার

তখন মেঘেরা এসে ঢেকে ফেলেছে চাঁদকে

আর চাঁদ?
    মেঘেদের মখমলি
        চাঁদোয়ার নিচে দিব্যি
            বসে রইল পরি কোলে নিয়ে

আকাশে সপ্তর্ষি মন্ডল আর গ্রেট বিয়ারের আলো;
রাতের উঠানজুড়ে শ্বেতকুষ্ঠের আল্পনা যেন

এসবের নিচে
    রাত্রির প্রকাশ্যগোপন এক
        আন্তর্ডালে থেকে
ঝুলে আছে কৃষ্ণ-রাধে–এক জোড়া রঙিন জোনাকি!

তারা
    দীর্ঘক্ষণ
        কথা বলছে
            নিজস্ব ভাষায়

‘এবার বিদায়’ বললো পুরুষ জোনাকি
তারপর ডাল থেকে টুপ করে নেমে চলে গেল;

নিভল তার লেজের বাতিটি;

এর ঠিক দশ মিনিট বাদে
    মেয়ে-জোনাকিটি ভাবল:
যাই গিয়ে টোকা দিই চাঁদের বাড়ির দরজায়!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *