চন্দনকৃষ্ণ পাল
সন্ধ্যার ঘন্টাধ্বনি শুনবো বলেই আসি তুলসীতলায়
মোম জমে স্তুপ যেন স্থিরচিত্র এক
তার গায়ে নেমে আসা দীর্ঘ বটমূল
বটফলে তৃপ্তি নেই তাও চাখে কাকনন্দন
সতর্ক থেকে থেকে ঘাড়ের নাচন
তাও দেখি উর্ধমুখি প্রবণতা নিয়ে নেচে যায়
দুপুর থেকে এই সন্ধ্যা অবধি
তারপর মিশে যায় চির অন্ধকারে-
বটফল পত্রসহ মিতালী পাতায়, সাথে সাথে আঁধার ঘনায় ।
মাঝে মাঝে টুপটাপ ঘাসে-
শীর্ষের পতনে হয় বিব্রত আরো
নীচে কে যে হেঁটে যায় ষড় পদে!
তারে আমি চিনি না তো! তারে আমি সত্যি চিনি না।
বটতলে সকাল-সন্ধ্যে-রাত বসে থাকি বিধ্বস্ত পথিক
সব কিছু অচেনাই থাকে…..।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন