নাজমুন নেসা পিয়ারি
বৃষ্টি নেচে উঠবে
ঘাগরা পরা
জিপসি মেয়ের মতো।
তুমি আমার চুম্বন দিতে দিতে বললে,
বৃষ্টির দিন এলো বলে।
বৃষ্টি পড়বে উৎসবের বাসনকোসনের মতে।
বৃষ্টি পড়বে ঢাকায়,
বৃষ্টি পড়বে পাগলায়।
বৃষ্টি পড়বে ইখলাসপুরে,
বৃষ্টি পড়বে ঘরের ভেতরে।
বৃষ্টি পড়বে নদীর ঢেউয়ে
বৃষ্টি পড়বে মাছের শরীরে
বৃষ্টি পড়বে ঝিনুকের গায়ে
বৃষ্টি পড়বে কাঁটাতার আর কক্রিট্র দেয়ালে
বৃষ্টি পড়বে গোলাপের শরীরে।
বৃষ্টি পড়বে পুরানা পল্টনে,
বৃষ্টি পড়বে আমার কৈশরে।
বৃষ্টি পড়বে আমার যৌবনে,
বৃষ্টি পড়বে এয়ারপোর্টে।
বৃষ্টির দিনে প্রেমিকার লক্ষ লক্ষ চুম্বন
শুধু আমার ওপরে ঝরে পড়বে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন