শাহেদ কায়েস তন্ময় সরকার
হাই বৃষ্টি; — হাই
ওয়ান্না চ্যাট মি? — ওকে
কোথায় থাকো? — মেঘের দেশে
কি কর? — তবলা বাজাই ঘরের চালে
বাজাবে এখন? — একটু পর, সন্ধ্যা হলে
কি করতে ভালোবাসা, অবসরে? — অনেক কিছু
বল শুনি; — মৌসুমী হাওয়ায় ভালো লাগে
উড়ে যেতে দূরের দেশে… আনন্দ হয় ঝরতে, ভরা গাঙে
এবার বল তোমার কথা; — আমি এক শব্দচাষি;
খণ্ডকালীন শব্দ-ঘটক, শব্দের সঙ্গে শব্দের;
সুযোগ পেলেই আকাশ বেড়াই।
ওহ তুমি কবি! — কবি নই, বলতে পারো শব্দ-পর্যটক
ভালো লাগছে তোমার সঙ্গ; — যেমন?
অজানা এক মহাদেশ আবিষ্কারের আনন্দ পাচ্ছি আমি।
পরতে-পরতে তার রহস্য, কতোই না নদী-পাহাড়-সমুদ্র-জঙ্গল!
— তুমি দেখছি বেশ রোমান্টিক! এই মুহূর্তে কী ইচ্ছে হচ্ছে শুনি
ইচ্ছে করছে চুমুর স্বাক্ষর রাখতে বৃষ্টির ঠোঁটে
— হয়েছে, এবার যাই
কই যাও, কই যাও! — যাই ভেসে দূর দেশে।
সেই থেকে বৃষ্টির জন্য প্রতীক্ষায় আছি…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন