দাহ
মিঠুন চক্রবর্তী
বৃক্ষ রোপণের অভ্যেস রাখিনি আর
শ্মশানে সারা রাত
শুকনো কাঠের আগুনে খোঁচা দিয়ে শব দাহ করা কাজ,
মৃত চামড়া, মৃত চোখ, মৃত মেরুদণ্ড, মৃত পাকস্থলি এবং
রোমান্টিক কবিতার বইয়ের মতো গোলাপি ও আয়তাকার স্বপ্নক্ষেত্র
পুড়ে যায় সহজেই …. তবু, আগুন কী সব পোড়াতে পারে!
রাত বাড়ে…. শুধু, রাত বাড়ে….
হে নিষাদের তীরে হত প্রেমিক ঈশ্বর,
তোমারও কী সবটুকু শূন্য করে পোড়াতে পেরেছিল আগুনের মাথাউঁচু স্রোত?
একাকী তারাখসার মতো শিশির ধোয়া অপরাজিত নীল নাভিকুণ্ড,
অবশিষ্ট আমার
একদিন খুব ভোরে চুপিচুপি ভেসে যাবো প্রিয় যমুনার চাঁদধোয়া জলে
জানি, পৃথিবীতে শূন্য বলে প্রকৃতপক্ষে কিছু পড়ে থাকে না কখনো
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন