প্রেমপরবশ হয়ে আছি।
তার মধ্যে মৃত্যুদোষ,গায়ে পোকা, বিছানায় পেচ্ছাপের দাগ।
তুলোতে ক্লিনজিং মিল্ক নিয়ে গুহাচিত্র ঘষে তুলছি।
বাতিল রং বসানোর আগে আবার হু-হু করে মন।
আবার হর্মোন জ্যান্ত হয়।
যে ক্রুদ্ধ,আমাতে বিমুখ, তাকে,
চটের থলিতে ভরে,মাছের বাজারে ছেড়ে এসেছি।
এবার,নিজেরই চুলে বিলি কাটছি।
ছেলেভোলানোর মতো নিজেকে শোনাই,
প্রেমপরবশ হয়ে আছি