সেদিন সন্ধেয় সূর্য ডোবে-ডোবে আকাশ সামান্য মেঘলা
হেঁটেই চলেছি দিগন্তের দিকে পথে কেউ নেই একলা
আকাশ তখন পশ্চিম জুড়ে লালে লাল হয়ে ক্রমে
দেখছি তোমার মেঘমল্লার এসে পৌঁছেছে সমে।
২
বহুকাল পরে তুমি বৃষ্টির পশরা নিয়ে
এসেছো সন্ধ্যেরাতে
সবুজ পৃথিবী ছিল শ্রান্তক্লান্ত দাবদাহে
ছায়া দিলে তার হাতে
বাড়িয়ে দিয়েছি ঝুঁকে দুটি জীর্ণ রিক্ত হাত
আমারো তো কিছু চাই
বৃষ্টিফোঁটারা এক পশলা চুম্বন হয়ে
ঠোঁটে নেমে আসে তাই।