শীত মানেই তোমাকে দেখা: পার্পেল রঙের
কার্ডিগানে ঢেকে রেখেছো শরীরী বিভা;
কথার উষ্ণতা যেন ভোরের সোনালি আলো!
হেমন্তের মাঠ থেকে যে ডাকে ইশারা-ভাষায়
তাকে ঠিক ঠিক বলেছি তোমার গল্প; অল্পতেই
তুমি ঘেমেনেয়ে কী যে একাকার হতে! তোমাকে
ছুঁলেই মেঘে-বিদ্যুতে জ্বলে উঠতো ওষ্ঠরেখা!
ঝাউবনে লেখা হতো প্রত্নপ্রেম পাতায় পাতায়…
মনে আছে নদীটার কথা? জলস্রোতে ভেসে যেতে
যেতে কী অদ্ভুত ডুবসাঁতার…হংসমিথুন যেন
হেমন্তে শীতের কবিতাটা পড়ে নিয়ো, সময়ের
ফেরে যদি আর দেখা না হয় কখনো প্রেমের দিগন্ত!