বিমল গুহ
ভোরবেলা ঘুম-চোখে ভেসে উঠলো একাত্তর সাল
আমাদের স্বাধীনতাদিন-
শিহরণ ভীতিকাতরতা
সকাল-মধ্যাহ্ন-সাঁঝ-রাতের অচেনা অন্ধকার!
একটি স্বপ্নের জন্ম
সূর্যজ্বলা ভোরের প্রতীক্ষা আমাদের
দৃষ্টিকে ঝাপসা করে নেমে এলো বীভৎস রাত!
তবে কি হারাবে পথ আমার সময়
দিগভ্রান্ত নাবিকের মতো?
সেইদিন দৃঢ়পায়ে দাঁড়াতে হয়েছে আমাদের, যেন
জীবন-মৃত্যুর মুখে বেসামাল সময়-যাপন!
সবকিছু তুচ্ছ করে বঙ্গবন্ধুর ডাকে জেগে ওঠে ভোর
সূর্যোদয়ের আগে আলোরেখা ছুঁয়ে দেখে দুরন্ত কিশোর
বীরদর্পে হাঁটে দূর-পথ
মুক্তিমন্ত্রে উজ্জীবিত বাংলার আপামর জনসাধারণ
একমাত্র মারণাস্ত্র বুকের সাহস!
প্রতিঘাতে আয়ু ভাঙে
রক্তস্রোতে বাংলার নদনদী-খাল-বিল রঞ্জিত হয়;
‘জয় বাংলা’- আমাদের মুক্তিমন্ত্রবাণী
সহস্র প্রাণের দামে আলোঝলমল পুবের আকাশে অকস্মাৎ
বেজে ওঠে জয়ডঙ্কা-
আলোর তরঙ্গে ভাসে সূর্য-আঁকা একটি সকাল।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন