যখন সুস্বাদ ক্রমে কমে আসে,
যখন গান আঁকড়ে থাকে জীবন আমার,
প্রেমিক ফুরিয়ে যায়, বন্ধুরা মলিন,
চুম্বনেও নুন নেই আর,
হংসেশ্বরী মন্দির, দূরপথ, জঙ্গলে দেউল, আমাকে টানছে না –
গোধূলি বাউল করছে না –
শীত হয়, অপমানে হাসি হয়,
কতদিন যৌনপ্রস্তাব শুনিনি…
আমি জাস্ট জিরিয়ে নি’। মুখ মুছি। তারপর
সেকেন্ড ইনিংস শুরু করি