তাকালেই শুধু দেখি মধুমতী, সুপ্র্রিয় বিশেষ্য
প্রশস্ত বুকের ঢেউ, নিরন্তর ওঠানামা, ফণা
এমন নিপুণ এই জলের সন্ত্রাস দেখে দেখে
নিমেষে আক্রান্ত হয় যাবতীয় বুদ্ধি বিবেচনা।
আমাকে বিবশ করে মধুমতী, সুপেয় জলধি
একদিকে ধুধু তার বালিয়াড়ি মোহন বিস্তার
অন্যদিকে বাঁশঝাড়, কলাবন, বাঁদুরের চিঁহি
আমি একা খুঁজে ফিরি বালুময় প্রান্তরের পাড়।
হৃদয় উজাড় করে কৃতাঞ্জলি দিই বেলীফুলে।
আমাকে কি ভালবেসে মধুমতী নেবে বুকে তুলে!!