কুশল ভৌমিক
একদিন…
খুব বেশি দূরে নয়
আমাদের সম্মিলিত হাসির প্রস্রবণ
বুদবুদের মতো মিলিয়ে যাবে শূন্যতায়।
আমরা টের পাবো হাসিনিষিদ্ধ এ নগরীতে
প্রধানসত্য কেবল কান্না
ছোট, খুব ছোট হয়ে আসবে আমাদের দিন
বিরহের চেয়েও দীর্ঘ, দীর্ঘতর হবে রাত
আমরা ভুলে যাবো ঘুম আর জাগরণের তফাৎ
পেরেকঠোকা যীশুর যন্ত্রণায়
নির্বিকার নির্লিপ্ত শ্রীকৃষ্ণ
গোপিবেষ্টিত বাঁশিতে তুলবে মনমোহিনী সুর
সেজদারত মোহাম্মদের ভয়ার্তচিৎকার শুনে
বিরক্তচাহনি দিয়ে আমতলায় ধ্যানমগ্ন হবেন বুদ্ধ।
আমাদের হৃদস্পন্দনের ধুকবুক আওয়াজের মতো
তবুও আমরা বেঁচে থাকবো লাশ হয়ে
কালসিটে অন্ধকারে নির্জন সমুদ্রের
বিচ্ছিন্ন নির্বাক দ্বীপগুলোর মতো
আমরা বেঁচে থাকবো
নির্বিবাদী ঢেউ এর মতো আমাদের বুকে এসে আছড়ে পড়বে অন্যবুকের দীর্ঘশ্বাস।
বিকশিত হবে সাম্রাজ্যবাদীর লেজ ও স্পর্ধা
যাবতীয় সুর সুরা শেষ হয়ে গেলে
আমরা পান করবো রক্ত
আমাদের বৃক্ষ হারিয়ে ফেলবে সবুজ
আমাদের সমুদ্র হারাবে তার নীল
হৃদয় ও মস্তিষ্ক থেকে নির্বাসিত হবে না ধর্ম ও রাজনীতি
দ্বৈত খোলস নিয়ন্ত্রণ করবে আমাদের।
চারিদিকে অদ্ভুত লাল রঙের আধিক্য
আমাদের জনমানবহীন নিষ্প্রাণ প্রান্তরে
ফুটে উঠবে অজস্র লালরঙের গোলাপ
প্রতিটি পাপড়ি থেকে ঝরতে থাকবে
আমার আপনার রক্ত!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন