নির্বাচিত প্রেমের কবিতার মুখড়াটুকু
চৈতালী চট্টোপাধ্যায়
ডুবেছি মরেছি ফের ভেসে ভেসে উঠেছি
জনপদ প্রায় অসুখে বিসুখে শূন্য
ঘন মেঘে ঢাকা শহরের লেন বাইলেন
যারা বেঁচে আছে রাষ্ট্র জিইয়ে রেখেছে
হাঁড়িতে এবং অসুবিধামতো মারবে
অবিশ্বাস্য প্রেমে পড়ে গেছি তবুও
স্বপ্নের দোষে রাত্রে তোমাকে পাচ্ছি
শুধু তুমি আছ শুধু আমি আছি ভাবছি
মুখ দেখিনি তো হয়তো কখনও দেখব