শীলা মোস্তাফা
এক একটা দিন অপরাধী নদীর মত
পালিয়ে যাচ্ছে চোরাবালি খাদে,
এক একটি মুহূর্ত শুকনো সাদা বালির মত
হাতের ফাঁক গলে
ছিন্নভিন্ন হয়ে মিলিয়ে যাচ্ছে
অজ্ঞাতমানার তালিকায়।
এ কেমন দিন, এ কেমন রাত্রি!
দিন না রাত্রি, বছর কি মাস!
সময়- অসময়?
বড় অহেতুক প্রশ্ন!
কোন এক অদৃশ্য পরশ্রীকাতর ঈশ্বর
পরিপাটি সংসার থেকে
বাজপাখির মত
ছো মেরে নিয়ে গেছে সুখ!
ঘর, বাড়ী, আলনায় পরিপাটি কাপড়
ধোঁয়া উঠা ভাতের থালা ফেলে রেখে
কোথায় চলে গেছে গৃহী!
তপস্যা নেই, মগ্নটা নেই- তবু গুহাবাসী।
স্পর্শে স্নেহ নেই, ভালবাসা নেই।
প্রেমে নেই অতৃপ্তির হাহাকার, না পাওয়ার বেদনা।
অর্জনের প্রাপ্তির স্বাদ নেই, বিসর্জনের নেই ব্যথা..
এ কেমন দিন, এ কেমন রাত্রি
এ কেমন স্বাদহীন, বর্ণহীন, আচছুঁৎ দিন?
বড় অহেতুক প্রশ্ন!
এ এক সংজ্ঞা বহির্ভূত জীবন।
বন্ধুত্বে ভরসা নেই, প্রীতি নেই
আত্মজের মৃত্যুতে নেই শোঁক, নেই হাহাকার।
অনাবৃত লজ্জাহীন সুখের পায়রায়
ভরে গেছে নিত্যদিনের সংসার।
হে অদৃশ্য পরশ্রীকাতর ঈশ্বর
সে তুমি যাই বলো
মহত্ত্বের সিংহাসনে তুমি বড় বেমানান।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন