১
কবিই শুধু কবিতা লেখে! পাহাড় দেখবে চলো
নেমে আসছে ঝরনাধারা শরীরে কি ছন্দ
পাথর ভেঙে নামছে ফেনিল শব্দ চ্ছলোচ্ছলো
এক বিকেলে কুড়িয়ে পেলাম কবিতার আনন্দ।
২
একা-একা গা এলিয়ে বিশ্রামে রয়েছে পুকুর
হাঁস ও হাঁসিনী এসে জলকেলি করে ইতস্তত
চারপাশে সবুজেরা চেয়ে আছে স্বপ্নমেদুর
কিনারে গুচ্ছফুল দেখে যাচ্ছে ঈশ্বরের মতো।
৩
কুয়াশা রেখেছে পা নদীস্তরে– ছায়া তার জলে
তারও কি ইচ্ছে করে স্নান করে পরিশুদ্ধ হবে!
মাপছে গভীর কত, ঠাণ্ডা কি না জল টলটলে!
কুয়াশার ধন্দ দেখে জল হেসে ওঠে কলরবে।
৪
দিগন্তে ডুববে বলে সূর্য ক্রমে হল বিন্দুবৎ
লাফিয়ে নামার আগে সমুদ্দুরে দেখে নেয় ছবি
অগ্নিবিন্দু নামে দেখে সব্বাই করে দেয় পথ
দৃশ্যটি লিখবে বলে প্রস্তুতি নিচ্ছে এক কবি।