poem-tanaya-pratisodh

বেবী সাউ – এর দুটো কবিতা

তনয়া

প্রতিমার মুখ ঘিরে একা চাঁদ পাহারায় বসে
গভীর নিশুতি রাত, বাঁশি-হীন যুবক ওপাশে
কাটা মুণ্ডু, ক্ষত দেহ আর আছে ধানের মাড়াই
তাদের কোমল গ্রীবা তুচ্ছাতিতুচ্ছটি খুঁত ধরে…

আজ কী মধুর রাত, আজকেই মুরজমুরলী!
নিশুতি গহন, চলো দেশ সাঁতরে দিগন্তে পালাই

প্রতিশোধ

আমার শরীর মৃত। তোমাকেই দিয়ে যাবো স্মৃতি,
জ্বালা, ক্ষতচিহ্নগুলি। তুমি তো মায়ের মতো, স্বচ্ছ
স্নেহময়ী। জড়াবে কান্নার মুখ। থাপ্পড় কষাতে
পারো, অবাধ্য ছেলের গায়ে। তাও মেনে নেব আমি

যে কাজ পারিনি আমি সরাসরি, অপমানিতের
সামান্য কবিতা এই, কান্ডজ্ঞানহীন…

সুযোগ সন্ধান পেলে যে থাপ্পড় মেরে দিতে পারে!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *