অকাল শ্রাবণের মতো কিছু যন্ত্রণা
প্রত্যেকেই গোপনে রাখে যত্নে
তার সুখ তার ব্যথা আলো দেয়
কোনও এক নির্জন দুপুর বিকেলে
যেসব কল্পনা মৃত্যুমুখে পাড়ি দিল
সন্ধে নামার মুখে তারাও বাঁচতে চায়
তোমার চোখের দিকে সেইজন্যই তাকাই
যারা প্রতিদিন পুড়ছে তাদের অশ্রু দাও
তোমার চোখের দিকে সেইজন্যই তাকাই
টেনে হিঁচড়ে যদি ভালবাসা বের করে আনো
তাকিয়ে থাকি, তাকিয়েই থাকি প্রেম
স্বপ্নের কি কোনও আয়ু হয়?